|
---|
সেখ সামসুদ্দিন, ৫ জুনঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। গাছ গ্রুপের সহযোগিতায় এই বৃক্ষ রোপণ কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল, পরিবেশ শিক্ষক মহঃ সেলিম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। এদিন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রতিবন্ধী ছাত্র অরিত্র লাহা বিদ্যালয়ে ফোন করে পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ করার ইচ্ছা প্রকাশ করলে পরিবেশ শিক্ষক মহঃ সেলিম সহ কয়েকজন শিক্ষক তার বাড়িতে এসে ইন্ডোর প্লানেটে সহযোগিতা করেন। ছাত্রটিসাড়ে তিন বছর বয়সে ডুচেন পেশীবহুল ডিস্ট্রোফি নামক এক বিরল প্রগতিশীল রোগে আক্রান্ত হয়। সে রাইটার ছাড়ায় ৭৫ শতাংশ নম্বর অর্থাৎ ৩৭৭ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক ২০২৪ পাশ করে, ভূগোল বিষয়ে বিদ্যালয়ের সেরা ৮৪ নম্বর প্রাপ্ত হয়। তার হাত নিজে থেকে নড়াতে পারে না। অথচ ঐ হাতেই কলম ধরে পরীক্ষা দিয়ে সাফল্য অর্জন করে। ভূগোল অনার্স নিয়ে পড়াশোনার ইচ্ছা। বর্তমানে ছাত্রটি প্রাক্তন হলেও তাকে উৎসাহ দানে শিক্ষকরা এগিয়ে আসেন।