|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : গত ১৪ই জুন ২০২০ রবিবার বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সাগরদিঘী হসপিটালে AM BLOOD BANK এর পক্ষ থেকে প্রায় ৫১জন ডোনার রক্ত দান করেন, উক্ত শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার OCতথা সুমিত বিশ্বাস মহাশয় এবং AM BLOOD BANK এর প্রধান পৃষ্ঠপোষক ওয়াসিম আক্রাম তিনি বলেন রক্তদান জীবন দান আসুন আপনারা রক্ত দান করে নিজের পরিবারকে এবং দেশের মানুষকে বাঁচিয়ে তুলি, এই আহ্বান যানান এবং সাগরদিঘী থানার পক্ষ থেকে সকল ডোনারদের মাক্স এবং স্যানিটাইজার তুলে দেন।
উক্ত শিবির সুসম্পন্ন ভাবে পরিসমাপ্ত ঘটে।