|
---|
লু তুব আলি : বিশ্ব শান্তির বার্তা দিয়ে সাড়ম্বরে পালিত হল বিশ্ব যোগ দিবস। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ ও বিশ্ব যোগ দিবস পালিত হল। সমগ্র ভারতের ৭৫ টি ঐতিহাসিক জায়গা আজ ৭৫ লক্ষ্য মানুষ বিশ্ব যোগ দিবস অংশগ্রহণ করেছেন বলে পতঞ্জলি পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পতঞ্জলি কলকাতা সাংগঠনিক রাজ্যের মধ্য কলকাতার স্বামী বিবেকানন্দ জন্মস্থান ও উত্তর চব্বিশ পরগনায় ঋষি বঙ্কিম চন্দ্রের জন্মস্থানেও কোন দিনটি পালিত হয়। সমগ্র অনুষ্ঠানের সমগ্র প্রচার ও প্রসার মহিলা পতঞ্জলির রাজ্য সোশ্যাল মিডিয়া প্রভারী শ্রীমতি রঞ্জিতা সাহা এই প্রতিবেদককে জানান বিশ্বশান্তি ও সম্প্রীতির জন্য যোগ,এই বিষয় ভাবনাকেই পাথেয় করে বছরের সবথেকে বড় এই দিনটিতে সূর্যের অসীম শক্তির অংশ শরীরে ধারণের মধ্যেই বিশ্ব যোগ দিবসের সার্থকতা খুঁজে পাওয়া যায়। সেন্ট্রাল কলকাতায় সুভাষ মেলা প্রাঙ্গণে অষ্টম যোগ দিবস পালনে অংশগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ মঠের স্বামী বিশ্বাদ্যানন্দজি মহারাজ, বিধায়ক পরেশ পাল, পতঞ্জলি হরিদ্বারের আচার্য জয় শংকর জি, মহিলা পতঞ্জলির রাজ্য প্রভারি মহামায়া রায়, অন্যদিকে নৈহাটিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বামী পরেশনাথ গিরি নাগা বাবা আশ্রম রাম ঘাট, শ্রীমৎ স্বামী প্রণব বেশ চৈতন্য চৈতন্য, শ্রীমৎ স্বামী সুধা চৈতন্য, নিগমানন্দ স্বারসত মঠ, হালিশহর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উত্তরসূরী মনীষা চ্যাটার্জী, বঙ্কিমচন্দ্র মানব প্রচার সমিতির সম্পাদক জয়দীপ চ্যাটার্জী প্রমূখ। এছাড়াও দক্ষিণ কলকাতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সম্পাদক দিপম দে, বর্ষিয়ান যোগ শিক্ষক আর কে সিং, আন্দামান-নিকোবর থেকে আগত মমতা মুখার্জি। দক্ষিণ চব্বিশ পরগনার অনুষ্ঠানে পৌরোহিত্য করেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিজ্ঞানী ড. জে এস যোগেশ কুমার, ব্রতচারী সমিতির রাজ্য সম্পাদক নব কুমার ভূঁইয়া, ব্রতচারী সমিতির কেন্দ্রীয় নায়ক মন্ডলী অনিমেষ হালদার প্রমূখ। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদীয়া, হুগলি হাওড়া সহ গোটা রাজ্যে আজ যোগ দিবস পালন করা হয়।