আধার ভুলে বিশ্ব কবাডিতে আলো জ্বালাতে মালেশিয়ায় পাড়ি রায়দিঘীর সঙ্গীতার

নবাব মল্লিক, রায়দিঘী: রায়দিঘীর এক প্রতন্ত গ্রামের বাসিন্দা সঙ্গীতা পারি দিল মালেশিয়ায় বিশ্বকাপ কবাডির আসরে বাংলা থেকে ভারতের হয়ে প্রতিনিধি করতে। ১৫ বছর আগেই মারা গিয়েছে বাবা‌। অভাবের সংসারে কবাডি খেলে কোনোমতেই দিন গুজরান হচ্ছিলনা। অভাবের তাড়নায় বাড়িতে ঠোঙা তৈরী, জরির কাজ করে তাকে দিন চালাতে হত।

    এতসবের মধ্যেও নিজের খেলা তিনি ছাড়েন নি। কাকদ্বীপ স্টেশনের পাশে একটি ফাকা জমিতে চালিয়েছেন লাগাতার অনুশীলন। কবাডি তার স্বপ্ন। মোবাইল ফোন ব‍্যবহার করেন না তিনি। আ্যথলিট হিসাবে চাকরি না পাওয়াতে অভিমান রয়ে গিয়েছে তার মনে। তবে এখন সব ভুলে বিশ্বকাপের আসরে দাপিয়ে বেড়াতে প্রস্তুত বঙ্গললনা।