|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : পূর্বমেদিনিপুর জেলার হলদিয়া এখন বিশ্বকর্মা পূজা উপলক্ষে সেজে উঠেছে নানান কলকারখানার গেট।আনন্দে মাতো়হারা কারখানার শ্রমিক রা ও তাদের পরিবারের সদস্যরা। হলদিয়া এই পূজা কে কেন্দ্র করে প্রশাসনিক কর্মকর্তা রাও খুব চাপ এ থাকেন কারণ বহু বহিরাগত দর্শনার্থীদের সমাগম হয় এই দুদিন তিন ধরে। বিভিন্ন কারখানার গেট এ চলে কলকাতা ও বাইরের নামী দামী শিল্পীদের নিযে জলসা ও বিচিত্রা অনুষ্ঠান।
অনুষ্ঠান এর অনেক কারখানার গেট এ উদ্বোধন করবেন রাজ্যর পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য অনেক অতিথি।