|
---|
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: বিশ্ব কর্মা পূজা উপলক্ষে বীরভূম জেলার লোকপুর থানার আলিয়ট কামারপাড়ায় লোকপুর সিংহ বাহিনী জুনিয়র ক্রিকেট দলের পরিচালনায় একদিবসীয় মিনি ক্রিকেট তথা শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় আজ ১৯ সে সেপ্টেম্বর। বর্ধমান জেলার পান্ডবেশ্বর সহ বীরভূমের মহম্মদ বাজার,ইলামবাজার ইত্যাদি গ্রামের মোট ১৬ টি দল খেলায় অংশ গ্রহণ করে। সিংহ বাহিনী জুনিয়র ক্রিকেট দলের পরিচালানার দায়িত্বে থাকা অনির্বাণ দে, শিবাজী দত্ত, কৌশিক কর্মকাররা জানায় যে বিজয়ী দলকে নগদ দুই হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে একহাজার টাকা ও ট্রফি দিয়ে সম্মানিত করা হবে। সহপাঠী, সমবয়সী কিম্বা আমাদের ছোটরা যেন মোবাইলের প্রতি আসক্তি না বাড়িয়ে খেলাধুলার অভ্যাস গড়ে সেই বার্তা দিতে আহ্বান জানানো হয় এই খেলার মাধ্যমে।