|
---|
লুতুব আলি, ২২ মার্চ : উত্তর ২৪ পরগনার রহড়াতে উদযাপিত হল বিশ্ব কবিতা দিবস। রহড়ার স্বামী পূর্ণানন্দ মুক্তমঞ্চে বিশ্ব কবিতা দিবসের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান শতকণ্ঠে শত কবি অনুষ্ঠানের রূপকার পুরোধা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী বিশিষ্ট কবি ও গীতিকার পরাশর বন্দ্যোপাধ্যায়। ২১ মার্চ বিশ্ব কবিতা দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে শত কন্ঠে শত কবি অনুষ্ঠানের পরিকল্পনা ও সূচিত হয়। খড়দহ, রহড়া ও বিভিন্ন প্রান্ত থেকে নবীন প্রবীণ কবিরা অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন। পরাশর বন্দোপাধ্যায় এই প্রতিবেদককে জানান, খড়দহের স্বামী পূর্ণানন্দ মুক্তমঞ্চে বিশ্ব কবিতা দিবস সফলতার সঙ্গে উদযাপিত হয়। আগামী ১০ থেকে ১২ এপ্রিল শত কন্ঠে শত কবি অনুষ্ঠানটি খরদহের স্বামী পূর্ণানন্দ মুক্তমঞ্চেই অনুষ্ঠিত হবে। রাজ্যের বিভিন্ন জেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। শত কন্ঠে শত কবি অনুষ্ঠানটি পাঁচ বছর ধরে সাহিত্য প্রেমীদের পিপাশা মেটাতে সক্ষম হয়েছে। এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম অনুষ্ঠান হিসাবে পরিগণিত হয়েছে। এই মুক্ত মঞ্চে ই ৭ই এপ্রিল থেকে শুরু হচ্ছে হস্তশিল্প মেলা ও চৈত্র অবসান মেলা। এই মেলায় থাকছে কৃষ্ণনগরের হরেক রকমের মাটির পুতুল, শান্তিনিকেতনের বিভিন্ন ধরনের কারুশিল্প দোকানের সম্ভার ছাড়াও ঐতিহ্যপূর্ণ শিল্প গুলি র বিভিন্ন স্টল থাকবে। এই মেলা উপলক্ষে থাকবে মনন শীল আলোচনা এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, বিশ্ব কবিতা দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরী বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়ের উত্তরসূরী রজত মোহন রায় সহ কবি জয়দেব চক্রবর্তী, মানিক চন্দ্র দে, রঞ্জিত চক্রবর্তী, সিদ্ধার্ত কর, সুভাষ সাহা, সুজয় দাস গুপ্ত, সনচিতা চট্টোপাধ্যায়, জায়া বন্দ্যোপাধ্যায়, জিতা লাহিড়ী, পুষ্পিতা গুহ, হারাধন চক্রবর্তী, নিখিলেশ্বর ভট্টাচার্য, পার্থ সারথি চট্টোপাধ্যায়, অধ্যক্ষ ও বিশিষ্ট কবি অভিজিৎ গোস্বামী, বিশিষ্ট শিক্ষাবিদ রাহুল দেবনাথ, বিশিষ্ট ব্যক্তিত্ব আনন্দ রায় প্রমুখ।