বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে বর্ধমানের ডাক্তার পাড়ায় বিনামূল্যে চিকিৎসা।

লুতুব আলি, বর্ধমান, ১৭ মে : ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই উপলক্ষে পূর্ব বর্ধমানের অগ্রজ ও স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি আজকের দিনটিকে মর্যাদার সঙ্গে স্মরণ করল। আজকের দিনটির ঐতিহ্য সম্পর্কে স্মরণ করার উদ্দেশ্যে এবং সচেতনতার লক্ষ্যে সোসাইটির সদস্যরা বিভিন্ন ফেস্টুন প্লাকার্ড নিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রা করে। পরে ঘোষবাগান ডাক্তার পাড়ায় বিনামূল্যে চিকিৎসা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা র ব্যবস্থা করে। এক সমীক্ষায় উঠে এসেছে পূর্ব বর্ধমানের খোশবাগানে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রাইভেটে ডাক্তার বাবুরা চিকিৎসা করেন। রোগীর সংখ্যা ও আক্ষরিক অর্থে প্রথম স্থানে। সমান্তরাল ভাবে প্রাইভেট নার্সিংহোম গুলি ও রমরমি এ ব্যবসা করছে বলে অভিযোগ। এক্ষেত্রে অধিকাংশ রোগীরা সঠিক পরিষেবা পায় না বলে ও অভিযোগ। এখানকার ডাক্তার পাড়ায় পা ফেললেই টাকা লাগে। এই ধরনের বিপর্যস্ত পরিবেশে এই সোসাইটি টি এ দিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত করায় অনেকে হতবাক হয়ে গেছেন। সোসাইটির কর্ণধার তথা শিক্ষক প্রলয় মজুমদার বলেন, এখনকার অতিরিক্ত লবণযুক্ত প্যাকেটজাত খাবার অনেকাংশেই উচ্চ রক্তচাপের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। সমান্তরালভাবে রাত জাগা অতিরিক্ত দুশ্চিন্তার কুপ প্রভাব ও পড়ছে। ডায়েটিশিয়ান লাবনী ভট্টাচার্য অরুনিমা লাহা মনিরা চৌধুরী শফিকুর রহমান প্রমুখরা এদিন স্বাস্থ্য পরীক্ষা করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য পরামর্শ দেন। সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুদীপ মন্ডল অঙ্কিতা সাম ওয়াস এফ আলী ঐন্দ্রিলা সাধু খাঁ মনীষা মন্ডল চৈতালি ঘোষ পপ্রমুখ।