বিশ্বনবী দিবস উদযাপন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা

সংবাদদাতা : আজ হাওড়া জেলার বাগনান থানার কল্যানপুর গ্রামের হজরত বুড়ো পীর সাহেব ( রহ:) মেজো মহল কমিটির পরিচালনাতে ৪৫ তম বিশ্বনবী দিবস উদযাপন উপলক্ষ্যে বাচ্চাদের কেরাত গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, বিচারক হিসাবেই উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক জনাব সৈয়দ আবুল বাশার সাহেব, সারদা তাজপুর হাই মাদ্রাসার শিক্ষক মাওলানা শেখ মুহাম্মদ কালিমুল্লাহ সাহেব, অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র এলাকার মসজিদের ইমাম জনাব মাওলানা আতাউর মোল্লা সাহেব, প্রতিযোগীতা শেষে সফলদের পুরস্কৃত করা হয় ও সারারাত্রিব্যাপী ইসলামীক মাহফিল অনুষ্ঠিত হয়।