বিশ্বনাট্য দিবস উপলক্ষে খড়দহ আহিরী নাট্য সংস্থার বর্ণাঢ্য নাট্যানুষ্ঠান।

লুতুব আলি, ৩০ মার্চ : বিশ্বনাট্য দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনার খড়দহ আহিরী নাট্য সংস্থা বর্ণাঢ্য শোভাযাত্রা ও শ্রুতি নাটক, মঞ্চ নাটকের আয়োজন করেছিল। নাটকের ফেরিওয়ালা খড়দহ আহিরী নাট্য সংস্থা নাটকের প্রচার প্রসারের জন্য এদিন রহড়া ও খড়দহে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখে এলাকার মানুষ মুগ্ধ। আহিরী নাট্যসংস্থান কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব স্বপ্নীল চক্রবর্তী সকলকে আন্তরিকভাবে উষ্ণ অভ্যর্থনা জানান। আহিরির সভাপতি উদিতি গোস্বামীর পরিচালনায়, আহিরির সদস্য সদস্যরা মনোজ্ঞ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়। উল্লেখ্য, বর্ণাঢ্য শোভাযাত্রায় খড়দহ রহড়া র নাট্যদল গুলি ও বিশিষ্ট জনদের উপস্থিতি ছিল নজর কাড়ার। শোভাযাত্রায় পা মেলাতে দেখা যায় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী বিশিষ্ট কবি ও গীতিকার পরাশর বন্দ্যোপাধ্যায়। আহিরী নাট্যসংস্থার কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব স্বপ্নীল চক্রবর্তী বলেন, ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থায় জীবনমুখী নাটক আর ও বেশি করে মঞ্চস্থ হওয়া দরকার এবং লেখা দরকার। অনুষ্ঠানে শ্রুতি নাটক মনের জানালা ও ঘরে বাইরে পরিবেশন করেন সুজয়, মৌমিতা, অংশুমান, পূজারিণী চক্রবর্তী। এরপর একে একে অনুষ্ঠিত হয় নাটক ব্রাত্য নাট্যজন বাকসা প্রযোজিত ভুল স্বর্গ। গরলগাছা ডানকুনি স্বপ্ন সৃজন প্রযোজিত নাটক অ্যাক্সিডেন্ট, নূপুর কলা মন্ডলের আওরত, হ্রস্ব ই কৃত ও রহড়া সৃজন এর দাহ। বিশ্বনাট্য দিবস উপলক্ষে আহিরির এ হেন আয়োজন দেখে অনুষ্ঠানে উপস্থিত সকলে ই উচ্চভাবে প্রশংসিত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি গৌতম দাস, আহিরী নাট্য সংস্থার পরিচালক অমিত চক্রবর্তী প্রমুখ।