বিভিন্ন দাবিসহ বিকাশ ভবনে ডেপুটেশন অল বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের।

এমডি সালমান হেলাল : রাজ্যজুড়ে বিভিন্ন ব্যক্তি ও ট্রাস্টের পক্ষ থেকে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ঐক্যবদ্ধ হয়ে অল বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন নামে সংগঠিত হয়েছে। এদিন এই সংগঠনের পক্ষ থেকে কলকাতার বিকাশ ভবনে স্কুল শিক্ষা অধিকর্তা দপ্তরে একগুচ্ছ দাবি সহ ডেপুটেশন জমা করা হয়। বুধবার এই ডেপুটেশনে নেতৃত্বদেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অল বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি বাবর হোসেন, সম্পাদক সেলিম আহমেদ,সহ সম্পাদক সুকমল দত্ত, সাহাবুদ্দিন ফারুক প্রমূখ। ডেপুটেশন জমা করার পর মোঃ কামরুজ্জামান বলেন, রাজ্যের প্রাইভেট স্কুল গুলিই প্রান্তিক শ্রেণীর মানুষের ভিতরে শিক্ষার মানোন্নয়ন ঘটাতে একটা ব্যাপক ভূমিকা রেখে চলেছে। তাদের নিজস্ব উদ্যোগেই বর্তমানে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলেও জাতিকে শিক্ষিত করতে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। কিন্তু এই সমস্ত বিদ্যালয় গুলির বিভিন্ন এনওসি পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি ঐক্যশ্রী ও বাংলা শিক্ষা পোর্টালেও নাম নথিভুক্ত করার ক্ষেত্রে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখনো বহু স্কুল এই সমস্ত পোর্টালে নাম নথিভুক্ত করতে পারে না। বহু স্কুল ইউ ডাইস কোড পায় না। এরকম বিভিন্ন দাবি নিয়ে আমরা ইস্কুল শিক্ষা অধি কর্তাকে ডেপুটেশন প্রদান করলাম। তিনি আরও বলেন অনতিবিলম্বে সরকার এই সমস্যার সমাধান করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী।