|
---|
লকডাউনের মধ্যে বাবা কে অসুস্থ সাজিয়ে অ্যাম্বুলেন্সে বিয়ে করে বৌ নিয়ে চলে এলো ছেলে, তবুও শেষরক্ষা হলোনা
নতুন গতি, ওয়েব ডেস্ক : দীর্ঘ ৪১ দিন ধরে লকডাউন চলছে দেশ ব্যাপী, এই লকডাউনের কারণে কেউ অসহায়িতায় ভুগছে কেও আবার বিদেশে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। কেও আবার বিবাহ করার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, জি হ্যা ঠিক শুনেছেন এই লকডাউনের মধ্যেই উত্তরপ্রদেশের এক ছেলে বাবাকে অসুস্থ সাজিয়ে অ্যাম্বুলেন্সে করে বিয়ে করতে চলে গেলেন ।
ঘটনা মুজাফফরনগরের খাটোলি এলাকার যেখানে ২৬ বছরের আহমেদ নামের এক যুবক তার পিতাকে অসুস্থ সাজিয়ে অ্যাম্বুলেন্সে দিল্লী থেকে বিয়ে করে বৌ নিয়ে চলে এলো বাড়ি । বৌ বাড়ি নিয়ে চলে এসেও রেহাই মেলেনি পরিবারের, যেহেতু ওই এলাকা করোনা হটস্পট জোন হিসেবে চিহ্নিত আছে তাই আহমেদের প্রতিবেশী পুলিশ কে এই খবর জানিয়ে দেয় ফলে পুরো পরিবার কে পুলিশ কুয়ারেনটানে নিয়ে যায় এবং সেই অ্যাম্বুলেন্সে ড্রাইভার কে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনার তদন্ত করতে গিয়ে খাটোলি থামার পুলিশ জানিয়েছে যে আহমেদ নামের এই যুবক ঘটনার কিছুদিন আগে আপার গঙ্গা ক্যানাল রোড দিয়ে দিল্লী যাচ্ছিলো কিন্তু পুলিশ তাকে বাড়ি ফেরত পাঠায়। এর পরই অ্যাম্বুলেন্সে করে বিয়ে করার পরিকল্পনা করে সে। গত মঙ্গলবার খাটোলি থানার পুলিশ এই খবর জানান।