নদীয়ার চাপড়ায় তৃণমূল কর্মীকে খুন করল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া: আবারো নদীয়াতে রাজনৈতিক কারণে খুন হলেন এক ব্যক্তি আহত আরও দুই। আহতদের চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃত ব্যক্তির নাম রফিক শেখ বয়স ৩০ পিতা গাফফার শেখ বাড়ি বেদবেরিয়া গ্রামে। আহত দুই ব্যক্তির নাম হাসান সেখ পিতা জলিল সেখ ও সামিম বিশ্বাস। ঘটনাটি ঘটেছে নদীয়া চাপড়া থানার হৃদয়পুর অঞ্চলের ব্রহ্মনগর গ্রামে তৃণমূলের নতুন ও পুরাতন দের নিয়ে একটি মিটিং চলছিল মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে দুস্কৃতির গুলিতে মৃত্যু হল তৃণমূল কর্মীর আহত দুই। ওই মৃত যুবক নতুন তৃণমূল কংগ্রেসের সদস্য বলে জানা যায়। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে ও বোমার আঘাতে গুরুতর জখম হন সামিম বিশ্বাস সহ আর এক তৃণমূল কর্মী। সূত্রের খবর দীর্ঘদিন ধরে নদীয়া চাপড়া এলাকায় তৃণমূলের নতুন ও পুরাতন মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। কখনো কখনো তার আকার ধারণ করে।গতকাল মাত্র দুই গোষ্ঠীর বিবাদ চরমে। আজ সকালে দুই পক্ষকে নিয়ে স্থানীয় সদস্য মীমাংসা করতে গেলেই শুরু হয় বিবাদ। কিন্তু তৃণমূলের অভিযোগ তখনই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে বোমা অস্ত্রের নিয়ে হামলা চালায় বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। স্থানীয় বিজেপির নেতৃত্বের দাবি এই ঘটনার সঙ্গে বিজেপির কোন কর্মী জড়িত নয় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে খুন হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।