|
---|
গোসাবাতে আমার জয় নিশ্চিত বললেন বিজেপি প্রার্থী বরুণ প্রামানিক
সাকিব হাসান, গোসাবা: ক্যানিং-এ মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় এমনই কটাক্ষ করলেন তৃণমূল পার্থী জয়ন্ত নস্কর কে নিয়ে। তিনি বলেন গোসাবা ভূমিপুত্র জয়ন্ত নস্কর নয়, এইসব মানুষদের সাথে আমার অতপ্রত যুক্ত আছে দীর্ঘদিন সংগঠনের সাথে যুক্ত থাকার সুবাদি আমার একটা অধিকার আছে এবং কিছুটা অভিজ্ঞতাসম্পন্ন আছে। আমিই গোসাবা থেকেই সেঞ্চুরি করব, কারণ বহু মানুষ এই এলাকাতে বঞ্চিত আম্পান থেকে আরম্ভ করে যেসব দুর্নীতি সেইসব কাটমানি যারা নিয়েছে সেই কাটমানি কে ফেরত দেওয়াবো এবং আয়লা বাঁধ যেটা হয়নি গোসাবা তে সেইয়া আয়লা বাঁধ করব। এবং সমস্ত সেতুর মধ্য দিয়ে সমস্ত দীপ কে একত্রিত করার জন্য সুন্দরবন পরিবহন ব্যবস্থা উন্নত করার জন্য। এবং সাধারন মানুষ নির্ভয়ে ভোট দেবে, যার ভোট সে দেবে এতদিন যেটা দিতে পারেনি, আমরা ১০০% তার সেই গণতন্ত্রের অধিকার ভাবেই ভোট দিতে পারে তাকে সেই ব্যবস্থা করে দেয়া হবে।