উপনির্বাচন শুরু হতে না হতেই অশান্তি! একাধিক অভিযোগ নিয়ে তৃণমূলের দিকে আঙ্গুল বিজেপির

নতুন গতি নিউজ ডেস্ক: উপনির্বাচন শুরু হতে না হতেই অশান্তি। তাও আবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। একাধিক অভিযোগ নিয়ে তৃণমূলের দিকে আঙ্গুল বিজেপির দুই মহিলা প্রার্থী অগ্নিমিত্রা পল ও কেয়া ঘোষের।

    বালিগঞ্জের অশোক হল মডেল হাই স্কুলের বুথে কলকাতা পুলিশ দেখার পর বিজেপি প্রার্থী কেয়া ঘোষের বক্তব্য “কলকাতা পুলিশ বুথে রয়েছে। অথচ তাঁদের ১০০ মিটারের মধ্যে থাকার কথা নয়। আমার এজেন্টকে বুথে বসতে দিচ্ছেনা। ওঁরা তো ভোটারদের প্রভাবিত করার জন্য বুথে ঢুকেছেন। আমি স্পষ্ট জানিয়েছি, বুথে যেন পুলিশকে ঢুকতে না দেওয়া হয়। এজেন্টকে বাধা দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছি।”

    অন্যদিকে, আসানসোলের বারাবনির আসানবনি গ্রামে রাজ্য পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বিভিন্ন বুথে বিজেপি এজেন্টদের হুমকি দেওয়া ও কয়েকজনের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

    এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল হুঁশিয়ারি দেন “যাঁরা আমাকে বহিরাগত বলে কটাক্ষ করেছিল, তাঁদের দেখিয়ে দিলাম। নানা জায়গায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। অশান্তি হলে পালটা অশান্তির মুখে পড়তে হবে। মারের বদলে পালটা মার হবে।”

    শেষ খবর পাওয়া পর্যন্ত, দুই বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনে নিজেদের অভিযোগ জানিয়েছেন ও কমিশনও পালটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।