|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল: সোমবার চাঁচল ১ নং ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভগবানপুর গ্রামে ৭০ টি দূস্থ ক্ষুধার্থ পরিবারকে চাল-আলু তুলে দিয়েছেন বিজেপির মন্ডল সভাপতি আব্দুল কাইয়ুম।
লকডাউনে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।
করোনা সংক্রমন রুখতে ঘোষনা হয়েছে দেশজুড়ে লকডাউন। প্রথম,দ্বিতীয়র পরে এবার তৃতীয় পর্যায়ের লকডাউন ঘোষনা হয়েছে। আর এর কর্মহীনতায় অনেক শ্রমিক শ্রেনীর রুঁজিতে টান পড়েছে। দেখা দিয়েছে আর্থিক ও খাদ্য সঙ্কট।
তাই দুস্থদের কথা ভেবে অভিনব মানবিক উদ্যোগ নিয়ে চলেছেন চাঁচল ১২ নং জেলাপরিষদ সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি আব্দুল কাইয়ুম ওরফে। লকডাউন শুরু থেকে টানা একমাস ধরে দূস্থ এলাকা গুলিতে নিজে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।