|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি সদ্যই আটক অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। ছাড়া পাওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিবাদে সরব হলেন। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ও পাতাকা পুণর্বহাল না হওযা পর্যন্ত তিনি কোনও নির্বাচনে অংশগ্রহণ করবেনা বা অন্য কোনও পতাকাও উত্তোলন করবেন না।
মেহবুবা বলেছেন, ওরা দেশের সংবিধানের পরিবর্তে বিজেপির ইস্তেহার চালাতে চায়। কিন্তু এতে কাজ হবে না। অনেক ফারাও, হিটলার এসেছে। কিন্তু একনায়কতন্ত্র টেকেনি।জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। মেহবুবার অভিযোগ, বিজেপি জম্মু ও কাশ্মীরের মানুষদের নয়, শুধু ভূখণ্ড চায়।
পিডিপি নেত্রী বলেছেন, ‘আমরা উদার, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভারতের অঙ্গীভূত হয়েছিলাম। ওদের বলতে চাই, আমরা আজকের ভারতের সঙ্গে, যেখানে সংখ্যালঘু ও দলিতরা নিরাপদ নয়, যেখানে তারা আমাদের মর্যাদা লুঠের মাধ্যমে অমর্যাদা করতে চাইছে, সেখানে আমরা স্বস্তিতে নেই। ওদের ভাবতে হবে যে, আজ না হোক, কাল দেশ বিজেপির ইস্তেহার অনুসারে নয়, সংবিধান অনুসারেই চালিত হবে’।
মেহবুবা আরও বলেছেন, ‘চিন ভারতের ১০০০ বর্গ কিমি এলাকা দখল করে নিয়েছে। ভারত শুধুমাত্র ৪০ বর্গ কিমি এলাকা ফিরে পেয়েছে। তিনি আরও বলেছেন, চিন এখন ৩৭০ ধারা নিয়ে কথা বলছে এবং জানাচ্ছে যে, এটি বিতর্কিত এবং কেন এটা একতরফাভাবে করা হয়েছে’।
মেহবুবার এই মন্তব্যের নিন্দা করছে বিজেপি ও কংগ্রেস-উভয় দলই। তেরঙা নিয়ে মেহবুবার মন্তব্যের জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসের প্রধান মুখপাত্র রবিন্দর শর্মা বলেছেন, এ ধরনের মন্তব্যে কোনও সমাজেই গ্রহণযোগ্য নয় এবং তা বরদাস্ত করা যায় না। এ ধরনের মন্তব্য সাধারণ মানুষের ভাববেগে আঘাতের সামিল। দেশবিরোধী মন্তব্যের অভিযোগে বিজেপি মেহবুবার গ্রেফতারেরও দাবি জানিয়েছে।
এই মন্তব্যের প্রতিক্রিয়া বিজেপি লেফটেনেন্ট গভর্নর মনোজ সিনহার কাছে মেহবুবার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে। বিজেপি বলেছে, মেহবুবার দেশবিরোধী মন্তব্যের জন্য জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
বিজেপির জম্মু-কাশ্মীরের সভাপতি রবিন্দর রায়না বলেছেন, আমি লেফটেনেন্ট গভর্নর মনোজ সিনহার কাছে মেহবুবা মুফতির দেশদ্রোহিতামূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও তাঁকে জেলে ঢোকানোর আর্জি জানাচ্ছি।