|
---|
আজিম শেখ,নতুন গতি,রামপুরহাট :বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়া গ্রামে যে ভারতীয় জনতা দলের কার্যলয় অফিস টি রয়েছে সেই অফিসে আজ 15ই অগোস্ট স্বাধীনতা দিবস পালন করলেন ।কিন্তু যেখানে ভারত বাসীর জন্য মাননীয় প্রধান মন্ত্রী থেকে সমস্ত বিজেপির নেতা কর্মীরা মরিয়া সেখানে দেখা গেল আগে দেশের নয় আগে দলীয় পতাকা ।
হ্যা এ কার্যলয় টিতে 15ই অগোস্ট স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন করলেন কিন্তু তার ও উপরে রয়েছে বি জে পী দলের পতাকা।এর আগেও বিজেপি নেতাদের ভুল ভাল কথোপ কথন সোনা গিয়েছে সংসদের ভিতরে তাই বিভিন্ন রাজনৈতিক মলহোলে শোরগোল শুরু হয়েছে।