এলাকা থেকে বিজেপি জয়ী হয়েছে তাই শিক্ষা কেন্দ্র ভেঙে পড়লেও উন্নয়নের কাজ করা যাবে না! বিস্ফোরক অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

শুভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর:-মাথার ছাউনি উড়েছিল অনেক আগেই, দেওয়ালে ধরেছে বড় বড় ফাটল, ব্যবহারের অযোগ্য শৌচালয়, ছোট ছোট শিশুদের খাবার তৈরির জায়গাটিও চরম অস্বাস্থ্যকর। একাধিকবার কাঠামো ভেঙে দুর্ঘটনা ঘটায় শিশুদের অভিভাবকরা স্থানীয় আইসিডিএস কেন্দ্রে শিশুদের পাঠাতে আতঙ্কবোধ করেন ।

    যেহেতু স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজেপি করেন আর সেই কারণেই ওই এলাকার ভেঙে পড়া আইসিডিএস কেন্দ্র সংস্কার করতে প্রবল আপত্তি তৃণমূলের টিকিটে জয়ী পঞ্চায়েত প্রধানের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতির অন্তর্গত ৬নম্বর মোহনপুর অঞ্চলের বেলশ্বর এলাকায়।
    স্থানীয় সূত্রে জানা যায় এলাকার একমাত্র আইসিডিএস কেন্দ্রটির বেহাল দশা দীর্ঘদিন ধরেই।
    স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান এমনকি উদ্বোধন কর্তৃপক্ষের কাছেও একাধিকবার আবেদন জানিও আখেরে লাভ হয়নি কিছুই। কখনো চালের অংশ ভেঙে মাথায় পড়ে কখনো বা টিন খুলে পড়ে শিশুদের বিপদ হয়েছে একাধিকবার। এরই সাথে বর্ষাকালে দেওয়ালের ফাটল থেকে সাপের উৎপাত লেগেই আছে। পরিস্থিতি এমন যে আতঙ্কের জেরে শিশুদের ওই আইসিডিএস কেন্দ্রে পাঠাতেই ভয় পাচ্ছেন অভিভাবকরা।
    বেলেশ্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ঝর্ণা খাড়া বলেন আমি দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিকবার গ্রামসদস্য, পঞ্চায়েত এবং উদ্বোধন কর্তৃপক্ষের কাছে ব্যাপারটি জানিয়েছি কিন্তু কোনোভাবেই কোনরকম সুরাহা মেলেনি। ছাত্র সংখ্যা অনেক থাকলেও তারা আতঙ্কে জেরে পড়াশোনা করতে আসতে পারছেনা।
    অন্যদিকে বিস্ফোরক অভিযোগ করেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা অনিমা সামন্ত।
    তার অভিযোগ তিনি ওই আইসিডিএস সেন্টারের সংস্কারের ব্যাপারে প্রধান কে বলেলেই প্রধান পরিস্কার জানিয়ে দেন ওই এলাকা থেকে বিজেপি জয়ী হয়েছে। তাই ওখানকার কোনো রকম উন্নয়নমূলক কাজ তার পক্ষে করা সম্ভব নয় দলের উপর মহল থেকে চাপ আছে।
    এ ব্যাপারে বিধায়ক শীতল কপটের বক্তব্য শিক্ষা নিয়েও যে দল রাজনীতি করতে পারে তাদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছু জন্মাতে পারেনা।
    অন্যদিকে পঞ্চায়েত যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই পঞ্চায়েত প্রধান সেখ সফিকুল আলম বলেন বিজেপি সস্তা রাজনীতি করছে ওই এলাকার একাধিক রাস্তাঘাট আমি তৈরি করে দিয়েছি। আইসিডিএস সেন্টারের ব্যাপারে আমি শুনেছি। দেখব কি করা যায়।

    তৃণমূল পঞ্চায়েত প্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর বলেন আমার দল তৃণমূল কংগ্রেস শিক্ষা, স্বাস্থ্য নিয়ে নেতিবাচক পদক্ষেপ কোনদিন গ্রহণ করেনি। ওই পঞ্চায়েত প্রধান যদি এই ধরনের কোন মন্তব্য করে থাকেন তা আমার দল সমর্থন করেনা।