ঝাড়খন্ডে সরছে বিজেপি, ৪১ আসনে এগিয়ে কংগ্রেস-জোট

নতুন গতি, ওয়েব ডেস্ক, ২৩ ডিসেম্বরঃ বুথ ফেরত সমীক্ষায় আগেই ইঙ্গিত মিলেছিল। সোমবার ইভিএম খোলার পরেই প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডও হাতছাড়া হতে চলেছে বিজেপির। ঝাড়খণ্ডে রাজ্যের ৮১টি বিধানসভা আসন দখলের লড়াইয়ে বর্তমান শাসকদল বিজেপির সঙ্গে লড়াইয়ে নেমেছে কংগ্রেস-জেএমএম জোট। ইতিমধ্যেই ৪১টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে এগিয়ে আছে জোটপক্ষ।

    অন্যদিকে এখনও পর্যন্ত ২৯টি আসনে জিতেছে বিজেপি। আজসু ৬টি, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা ৪ ও অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে। জোরকদমে চলছে গণনাপর্ব। এদিন সকাল থেকেই রীতিমত থমথমে অবস্থা ঝাড়খণ্ডে। পাশা পাল্টে জয় ছিনিয়ে নিতে পারে কংগ্রেস-জেএমএম জোট। তবে গেরুয়া শিবিরের গলায় এখনও শোনা যাচ্ছে আশার সুর।যদিও ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাস এই বিষয়ে কিছু বলতে চাননি। তিনি বলেন,“ফলাফল কি হবে সেই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়”। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে বিজেপির কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়ার পর ঝাড়খণ্ডের নির্বাচনেও আশার আলো দেখছে কংগ্রেস জোট। অন্যদিকে, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপি এবং শিবসেনা জোটের তুমুল টানাপোড়েনের পর অবশেষে ক্ষমতায় আসে জোটপক্ষ। তাই কিছুটা হলেও অস্বস্তিতে ভুগছে বিজেপি।