|
---|
বিজেপিকে এক ইঞ্চিও জমি নয় , হুইল চেয়ারে করে প্রচারে ঝাঁপাবেন মমতা !
মহঃ মফিজুর রহমান , নতুন গতি : প্রতিপক্ষ বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় । তাই হুইল চেয়ারে বসে শীঘ্রই প্রচারে ঝাঁপানোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো । বর্তমানে হাসপাতালে শয্যাশায়ী থেকেও দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতটাই মনের জোর তাঁর যে, তিনি জানান, আশা করছি দু’দিনের মধ্যে সুস্থ হয়ে উঠব। সকলে শান্ত থাকুন। ভালো থাকুন। হাসপাতালে শুয়ে ভিডিও বার্তা দেন তিনি। উল্লেখ্য বুধবার নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী । যার জেরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মানুষের মনে উৎকন্ঠা কাজ করছিল। কেমন আছেন তিনি? কতটা সুস্থ হলেন? এই প্রশ্ন নিয়ে। তার উত্তর দিলেন বাংলার মেয়ে নিজেই।
ঠিক কী বলেছেন তিনি ? মুখ্যমন্ত্রী ভিডিও বার্তায় বলেন, ‘আমার হাড়ে চোট আছে। লিগামেন্টে চোট আছে। মাথায় খুব জোরে কাল লেগেছিল। বনেটের উপর দাঁড়িয়ে আমি নমস্কার করছিলাম। তখনই জোরে চাপ আসে। তাতে পুরো গাড়িটা আমার পায়ের উপর চেপে যায়। সবার কাছে অনুরোধ করব সকলে শান্তিতে থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না, যাতে সাধারণ মানুষের অসুবিধা হয়। আশা করি ২–৩ দিনের মধ্যে ফিল্ডে ফিরতে পারব। পায়ে চোট থাকলেও ম্যানেজ করে নেব। মিটিং বাদ দেব না। হয়তো কিছুদিন হুইল–চেয়ারে ঘুরতে হবে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পেয়ে উচ্ছ্বসিত দলের কর্মী সমর্থকরা । রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে , প্রধান প্রতিপক্ষ গেরুয়া শিবিরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসকদল। সেই লক্ষ্যেই হুইল চেয়ারে বসে প্রচারে ঝাঁপনোর কথা ভাবছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।