|
---|
মালদা, ১২ জুন : এক বিজেপি কর্মীর ঝলসানো মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পরল ইংরেজবাজার থানার সুস্থানি মোড় হীরা কলোনি এলাকায়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।বুধবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতর নাম, অসিত সিংহ(৪৫)। তিনদিন ধরে নিখোঁজ ছিল সে। পরিবারের অভিযোগ, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিয়েছে দুস্কৃতিরা। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যান বিজেপির জেলা সভাপতি সঞ্জিত মিশ্র। তিনি বলেন হীরা কলোনি এলাকায় জমিতে একটি খাসি ফসল খাচ্ছিল। জমির মালিক মারধোর দিয়ে ওই খাসির পা ভেঙে দেয় বলে অভিযোগ। এরপর স্থানীয় কয়েকজনের উস্কানিতে অসিত সিংহ এবং রঞ্জিত সিংহ দুজনে খাসির মাংস করে খেয়ে নেয় বলে অভিযোগ। এরপর খাসির মালিক গ্রামে একটি সালিশি সভা ডাকে। সালিশিতে অসিত সিংহ এবং রঞ্জিত সিংহ কে দোষী সাব্যস্ত করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। রঞ্জিত সিংহ ১০ হাজার টাকা দিয়ে দেয়। বাকি ১৫ আজাদ টাকা দেয়নি বিজেপি কর্মী অসিত সিংহ। তাই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি জেলা সভাপতি সঞ্জিত মিশ্র এবং মৃতের স্ত্রী আলো সিংহ।
অন্যদিকে বিজেপির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দুলাল সরকার জানান, বিজেপি যে অভিযোগ করছে তা ভিত্তিহীন। এখানে রাজনৈতিক কোন রং নেই।
খাসি চুড়ি কে কেন্দ্র করে গ্রাম্য সালিশের কারণে খুন। এই ঘটনায় রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। যদিও একটা খুন হয়েছে প্রশাসনকে বলা হয়েছে উপযুক্ত যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করতে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ।