|
---|
আজিম শেখ,নতুন গতি। বাংলার পিটিটিআইদের মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিমত নিয়োগ ও প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনার প্রতিবাদ জানাতে আজ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার অ্যাসোসিয়েশনের তরফে কলকাতার ওয়াই চ্যানেলে এক অনশন-অবস্থান কর্মসূচি নেওয়া হয়। সংগঠনের তরফে, রাজ্যের শিক্ষকদের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের সমর্থন ব্যক্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়।
শিক্ষকদের এই বঞ্চনার প্রতিবাদে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুইয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে, মিছিলে শামিল হন বোলপুরের প্রাক্তন সাংসদ ও সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অধ্যাপক অনুপম হাজরা। শিক্ষকদের মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে এগোতেই পুলিশ বাধা দিতে শুরু করে।
এর ফলে দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, সেনাবাহিনীর প্রয়োজনীয় অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের এই ধরনের বাধায় রীতিমত ক্ষুব্ধ হন শিক্ষকরা। এর কিছুক্ষন পরেই দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পুলিশ অনুপম হাজরা, পিন্টু পাড়ুই সহ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায়। ফলে মিছিল সমর্থনকারী অনেকেই পৌঁছে যান লালবাজারে।
শিক্ষকদের বঞ্চনার প্রতিবাদে আজকের এই কর্মসূচীকে সমর্থন জানিয়েছিল সরকারি কর্মচারী পরিষদ। ফলে সংগঠনের রাজ্য আহ্বায়ক দেবাশীষ শীল সকাল থেকেই পিন্টুবাবুদের পাশে ছিলেন। পরে, দেবাশীষবাবু ও ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতাদের সহযোগিতায় ও আইনজীবীদের পরামর্শে অনুপমবাবুদের জামিনের ব্যবস্থা করা হয়। সেই জামিনের প্রয়োজনীয় কাগজপত্র লালবাজারে পৌঁছাতেই অনুপম হাজরা, পিন্টু পাড়ুই সহ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার অ্যাসোসিয়েশনের অন্যান্য গ্রেপ্তার করা নেতাদের মুক্ত করা হয়।