|
---|
নিশির কুমার হাজরা, মহ:বাজার : আজ মহঃ বাজারের আঙ্গারগড়িয়া পঞ্চায়েতে ২৫ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে বিজেপি পার্টির পক্ষ হতে মহ: বাজার মণ্ডলির সাধারণ সম্পাদক সন্তোষ ভাণ্ডারীর নেতৃত্বে ও বহু বিজেপি কর্মীদের উপস্থিতিতে এক আঞ্চলিক কমিটির আলোচনা সভা চলাকালীন শাসক দলের নেতৃত্বে মহ: বাজার পুলিশ, বিজেপি নেতা কর্মীদের উপর চড়াও হয় এবং লাঠি চার্জ করে বলে জানা গেছে।
এক জন বিজেপি কর্মী কে থানায় আটক করলে বিজেপি নেতা ও কর্মীরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটক ওই বিজেপি কর্মীকে পুলিশ ছেড়ে দেন বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, সংগঠনের আলোচনা পর্বে আঙ্গারগড়িয়া অঞ্চলের বর্তমান তৃণমূল পার্টি পরিচালিত অঞ্চল প্রধানের প্রায় ২৫ লক্ষ টাকার দূর্নীতির পক্ষে উত্তর বা জবাবদিহি করবার কথা ছিল আজ। কিন্তু যে মুহূর্তে আঙ্গারগড়িয়া অঞ্চলে অল্প কিছু বিজেপি কর্মী উপস্থিত হয় ঠিক সেই মুহূর্তেই মহঃ বাজার থানার পুলিশ নির্মম ভাবে বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্য করে এবং একজনকে গ্রেফতার করে। এরই প্রতিবাদে আজ বিকালে আঙ্গারগড়িয়া ও মহঃ বাজারের কয়েকটি জায়গার কিছু বিজেপি কার্যকর্তা ও কর্মী-সমর্থক উপস্থিত হয়ে আঙগারগড়িয়া অঞ্চলের সন্নিকটে রাস্তা অবরোধ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করে। পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে আনতে পুলিশ পরে ওই বিজেপি কর্মীকে ছেড়ে দেয় বলে খবর পাওয়া গেছে।