মুচিপাড়াকাণ্ডে ধৃত বিজেপি নেতা সজল ঘোষের জামিন

নতুন গতি নিউজ ডেস্ক: মুচিপাড়াকাণ্ডে ধৃত বিজেপি নেতা সজল ঘোষের জামিন। ২০ হাজার টাকার বন্ডে প্রদীপ ঘোষের ছেলে সজলের জামিন। শুক্রবার বাড়ির দরজা ভেঙে সজলকে গ্রেফতার করে পুলিশ। সার্চ ওয়ারেন্ট, পুলিশ হেফাজতের আর্জি খারিজ করল আদালত।

    মুচিপাড়াকাণ্ডে ধৃত বিজেপি নেতা সজল ঘোষকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় আজ। ২৫ তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাল পুলিশ। আবেদন জানাল হল বাড়িতে সার্চ ওয়ারেন্টের।

    পুলিশের দাবি, ঘটনার দিন বিজেপি নেতার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। অস্ত্র উদ্ধার ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহে গতকাল সজল ঘোষকে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। সেখানে বিজেপি নেতার পরিবার পুলিশ কর্মীদের বাধা দেয় বলে অভিযোগ।

    সজল ঘোষের পরিবারের দাবি, তল্লাশিতে আসেইনি পুলিশ। ২দিন পুলিশ হেফাজতে রেখেও কোনও অস্ত্র উদ্ধার হয়নি, পাল্টা জামিনের সওয়াল সজল ঘোষের আইনজীবীর। আজ ব্যাঙ্কশাল কোর্টে যান বিজেপি সাংসদ অর্জুন সিংহ।