ফের গেরুয়া শিবিরে ভাঙন, ঘাসফুল শিবিরে যোগ দিলেন বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ

নতুন গতি নিউজ ডেস্ক: ফের গেরুয়া শিবিরে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরে যোগ দিলেন বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তিনি। সোমবার তৃণমূল ভবনে ব্রাত্য বসু তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। তৃণমূলে যোগদান করেই তন্ময় ঘোষ বলেন, ‘বর্তমানে সারা দেশ জুড়ে বিজেপি প্রতিহিংসামূলক রাজনীতি করছে। সর্বত্র কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে সকলকে ভয় দেখাচ্ছে। বাঙালিদের অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। বাংলার ঐতিহ্যকেও নষ্ট করার চেষ্টা চলছে।’ পাশাপাশি, সমস্ত বাঙালি বিধায়ক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভারতের সবচেয়ে জনপ্রিয় মুখ, লড়কু নেত্রী যেভাবে উন্নয়ণের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে সকলে সামিল হন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলে যোগদান করুন।’ এদিন তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে তৃণমূলে এলাম। আগামীদিনে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দেখানো পথেই বিষ্ণুপুরের উন্নয়ন করব।’

    বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিজেপি থেকে তৃণমূলে যোগদানের হিড়িক শুরু হয়েছে। গেরুয়া শিবিরে বড় ভাঙন ধরিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন হয় মুকুল রায়ের। ঘরওয়াপসি হয়েছে বিভিন্ন জেলার বেশকিছু নেতা কর্মী ও সমর্থকের। এরপরই তৃণমূলে ফেরার জন্য অনেক নেতা-বিধায়কই লাইন দিয়েছেন বলে দাবি শাসকদলের। দীর্ঘদিন ধরেই কোনওরকম দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যাচ্ছিল না বিধায়ক তন্ময় ঘোষকে। তারপর থেকেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়। যদিও তাঁর দলবদলের জল্পনাকে আমল দেয়নি গেরুয়া শিবির।

    এরমধ্যেই তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, বিজেপির বেশকিছু বিধায়কও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এদিন দলবদল করার পরই সকলকে তৃণমূলে যোগদানের আহ্বান জানিয়েছেন তন্ময় ঘোষ। তাঁর ডাকে সাড়া দিয়ে আরও কতজন বিজেপি বিধায়ক সেই পথে হাঁটেন, সেটাই এখন দেখার।

    পাশাপাশি, রবিবারই ছ’য় বছর পর ঘরওয়াপসি হয়েছে শিখা মিত্রের। চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও সাংসদ মালা রায়ের উপস্থিতিতে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী শীখা মিত্র। জানা গিয়েছে, তৃণমূলের ‘বঙ্গ জননী’ কমিটিতে বড় কোনও দায়িত্ব পেতে চলেছেন শিখা মিত্র।