রাজ্যে বিধানসভায় কৃষি আইন বিরোধী প্রস্তাব পেশ, তুমুল হট্টগোল বিরোধিতা করে জয় শ্রীরাম ধ্বনি তুলে প্রতিবাদ বিজেপি বিধায়কদের

নতুন গতি ওয়েব ডেস্ক: রাজ্যে বিধানসভায় কৃষি আইন বিরোধী প্রস্তাব পেশ, তুমুল হট্টগোল বিরোধিতা করে জয় শ্রীরাম ধ্বনি তুলে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। কৃষি আইন বাতিল নিয়ে উত্তাল দেশ, বিধানসভায় শুক্রবার কৃষি আইন বিরোধী প্রস্তাব এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার বিরোধিতা করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অধিবেশন ছেড়ে চলে গেলেন বিজেপি বিধায়করা। তার আগে ওয়েলে নেমে প্রবল বিক্ষোভ দেখান তাঁরা। লবিতেও চলে বিক্ষোভ পর্ব। বিজেপিতে যোগ দেওয়া দুলাল বর, সুদীপ মুখোপাধ্যায়দের দাবি, যে আইন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার পাশ করে ফেলেছে, তার বিরুদ্ধে প্রস্তাব আনা যায় না। এই ঘটনা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী বলে দাবি গেরুয়া শিবিরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন তুমুল হট্টগোল। কেন্দ্রের এই আইনের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশের সময়েই জয় শ্রী রাম স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। জয় শ্রী রাম স্লোগান তুলতে তুলতেই ওয়াকআউট করেন তাঁরা।