|
---|
রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে নিয়ে একটি ছবি ও তথ্য শেয়ার করে বিপাকে পড়লেন বিজেপি সাংসদ
নতুন গতি ডিজিটাল ডেস্ক : এবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে নিয়ে একটি ছবি ও তথ্য শেয়ার করেও বিপাকে পড়লেন বিজেপি সাংসদ।করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারকে আক্রমণ করতে একের পর এক ট্যুইট করে চলেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই সেই ট্যুইটের ছবি বা ভিডিয়ো ভুয়ো বলে সামনে আসছে।
গত ৮ মে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার নাম করে একটি ছবি শেয়ার করেন বাবুল সুপ্রিয়। এক ঘরোয়া আড্ডার ছবি দিয়ে বাবুল লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ও রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এই পরিস্থিতিতেও আড্ডা দিচ্ছেন। মদ্যপান করা ঠিক আছে, কিন্তু এই ছবি অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। এটা কোন সাধারণ ছবি নয়।’
বাবুলের এই ট্যুইটের পরই শোরগোল পড়ে যায়। কিন্তু রবিবারই ট্যুইট করে বাবুলের সেই ছবি ও তথ্য ফেক বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ। ডিসিপি সাউথ কলকাতার ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এই পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। যে তথ্য দেওয়া হয়েছে, তাও মিথ্যা। এই বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগেও সোশ্যাল মিডিয়ায় বাবুলের শেয়ার করা একাধিক পোস্ট ভুয়ো বলে দাবি করেছে পুলিশ। কলকাতা পুলিশের ওই পোস্টের পর অবশ্য বাবুলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।