জাল নোট সহ খয়রাশোলে ধৃত বিজেপির পোলিং এজেন্ট

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    জাল নোট সহ খয়রাশোলে বিজেপির এক পোলিং এজেন্ট ধরা পড়ল খয়রাশোল থানার পুলিশের হাতে।
    রবিবার রাত্রে খয়রাশোলের কেন্দ্রগড়িয়া এলাকা থেকে একজন জাল নোট কারবারিকে পাকড়াও করে খয়রাশোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় যে, গোপন সূত্রে খবর পেয়ে খয়রাশোল থানার ওসি সেখ কাবুল আলি দুষ্কৃতিকে পাকড়াও করতে জাল বিস্তার করে ফেলেন। সেই মোতাবেক বীরভূম -ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ । তার কাছ থেকে ৫০০ টাকার ২২ টি জাল নোট অর্থাৎ মোট ১১ হাজার উদ্ধার হয়। সেই সাথে ৪টি মোবাইল ফোন, ৪টি পাশবুক ও ৬টি এ টি এম কার্ড উদ্ধার করা হয়। ধৃতের নাম মুক্তি বক্সী, বাড়ী স্থানীয় থানার আমাজোলা গ্রামে। ধৃত এই ব্যক্তি আগের নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট ছিল বলে জানা গেছে।
    সোমবার ধৃতকে খয়রাশোল থানা পুলিশের পক্ষ থেকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
    আগামী পরশু একুশে নভেম্বর ঝাড়খণ্ডে নির্বাচন রয়েছে তার আগে ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় এই জাল টাকা উদ্ধার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে।
    এই জাল নোট কোথা থেকে এলো এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার তদন্ত করছে পুলিশ।
    বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখার্জি এ বিষয়ে বলেন ধৃত ওই ব্যক্তি আগেও বেশ কয়েকবার ধরা পড়েছে। তার বিরুদ্ধে কয়েকটি কেসও আছে। এর আগেও ঝাড়খন্ডে নির্বাচনে ধৃত এই ব্যক্তি প্রচুর টাকা আদান প্রদান করেছে, পুলিশ ঠিকঠাক তদন্ত করলে এর পিছনে আর কে কে রয়েছে তা জানা যাবে। এরকমই এরকমই মন্তব্য করেন মলয় মুখার্জি।