|
---|
খান আরশাদ, রাজনগর : বীরভূমের লোকপুরে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে জখম হল ৫ জন। এক বিজেপি কর্মী জানান আজ বুধবার লোকপুরের নিচুপাড়ায় বিজেপির সভা ছিল। তারই প্রস্তুতি স্বরূপ মঙ্গলবার রাজু গঁরাই, প্রেমানন্দ চৌধুরী সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সভামঞ্চে ফ্লাগ লাগাচ্ছিলেন। সে সময় তৃণমূল কর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়। মেঘনাদ নন্দী নামে এক ব্যাক্তির একটি স্টলও ভাংচুর করা হয়।
পুরো ঘটনাটি বিজেপির দলীয় নেতৃত্ব কে জানানো হয়েছে বলে জানান বিজেপি কর্মীরা। অপরদিকে স্থানীয় তৃনমূল কর্মীরা বিজেপির অভিযোগকে মিথ্যা বলে পাল্টা অভিযোগ করেন। তাঁরা অভিযোগ করেন বিজেপির কর্মীরা আমাদের তৃনমূল কর্মীদের বাড়ীতে বিজেপির পতাকা লাগাতে যায়। সে সময় তাদের সাথে বচসা বাধে।