বিজেপি উপ-প্রধান ও সদস্যের যোগ তৃণমূলে,সিউড়ি ব্লকের কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে

 

     

    খান আরশাদ, বীরভূম:

    বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের করিধ্যা গ্রাম পঞ্চায়েত এতদিন ছিল বিজেপির দখলে। এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৭ টি। গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এর মধ্যে বিজেপি নয়টি আসন দখল করে। সর্বাধিক আসন পেয়ে বোর্ড গঠন করেছিল বিজেপি। কড়িধ্যা এলাকা বিজেপির গড় বলে পরিচিত। সেই গড়েই এবার ভাঙ্গন ধরল বিজেপির।
    এবারের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয় গত ৪ই জুন। ফলাফল ঘোষণার সাথেই দেখা যায় এই বঙ্গে বিজেপির ভরাডুবি হয়েছে। আর এরই প্রভাব পড়ল সিউড়ি এক নম্বর ব্লকের বিজেপির দখলে থাকা করিধ্যা গ্রাম পঞ্চায়েতে।
    সোমবার এই গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপ-প্রধান এবং এক বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করেন। আর এর ফলেই এই পঞ্চায়েতটি হাতছাড়া হয় বিজেপির। সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরীর হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করে তৃণমূলে যোগদান করেন বিজেপি উপ-প্রধান সঞ্জীব বাগদী এবং বিজেপি সদস্য বরুণ অংকুর। তারা জানান বিজেপিতে থেকে কোন উন্নয়ন করা সম্ভব হচ্ছিল না। তাই তাঁরা তৃণমূলে যোগ দিলেন। বিধায়ক বিকাশ রায় চৌধুরী এদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বলেন আজ থেকে কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এল। ১৭ টির মধ্যে ১০টি আসন এখন তৃণমূলের দখলে এল।