|
---|
ময়নাগুড়ি: ময়নাগুড়ির ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাথাভাঙ্গার ২ নম্বর ব্লকের রণজিৎ বর্মন। রণজিৎ বর্মন এর বয়স ৪২ বছর।
তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রথীন্দ্র বোস। রথীন্দ্র বাবু জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। এই বিষয়ে একটি রিপোর্ট তৈরি করে পাঠানো হবে খুব তাড়াতাড়ি। ইতিমধ্যেই রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে মৃত ব্যক্তিদের পরিবার প্রতি ৫ লক্ষ্য টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃত রণজিৎ বর্মন এর স্ত্রীর যাতে একটি কর্মসংস্থানের সুযোগ করা যায় সে বিষয় চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে।