মেমারি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ভীষ্মদেব ভট্টাচার্যের নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

নতুন গতি ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনে মেমারি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ভীষ্মদেব ভট্টাচার্যের নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে | অপরদিকে তৃণমূল এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছে |
আজ যখন ভীষ্মদেব ভট্টাচার্য তার কর্মীদের নিয়ে মেমারি থানার অন্তর্গত নওহাটি গ্রামে তাঁর নির্বাচনী প্রচার সার ছিলেন | সেই সময় গ্রামের কিছু মানুষ আর নির্বাচনী প্রচারে বাধা দান করলে একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে | কথা কাটাকাটি রূপান্তরিত নেয়় হাতাহাতিতে | বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই মেমারি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয় | উভয়পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় | বর্তমানে ঐ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েম রয়েছে |
এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে | এবং উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে |