|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ গতকাল মোদির শপথ গ্রহণ-এর জন্য পূর্ব বর্ধমানের কেতুগ্ৰাম বিধানসভার পান্ডু গ্রামে বিজেপি কর্মী সুশীল মণ্ডল দলীয় পতাকা টানতে গেলে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের তাকে ছুরি দিয়ে হত্যা করে। তারি প্রতিবাদে শুক্রবার কেতুগ্ৰাম থানার সামনে সুশীল মণ্ডলের মৃত্যু দেহ নিয়ে বিক্ষোভে বসেন বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক অনিল দত্ত, বিশ্বজিৎ পদ্মার সহ প্রমুখ। হাজার-হাজার কর্মীরা উপস্থিত হয়।