|
---|
নিজস্ব প্রতিনিধি,বীরভূম
লোকসভা ভোটের আগে একটি দাঙ্গা দরকার এরকমই একটি Whatsapp এর স্ক্রিনশট রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়| সেখানে দেখা যাচ্ছে বিজেপির ছাত্র সংগঠন এ বি ভি পি এক সদস্য রাম দেওয়ান নামে বলছে বাংলায় আমরা দাঙ্গা বাঁধিয়ে ছাড়বো| যদিও এই রাম দেওয়ান এর এখনো কোন পরিচয় পাওয়া যায়নি এখানে আরো বলা হচ্ছে বাংলায় দাঙ্গা বাধাতে বলে রাতের বেলায় মুসলিম সেজে মন্দিরে গোমাংস ফেলে আসার কথা আরো বলা হচ্ছে রাতের বেলায় গিয়ে কিছু ফ্লেক্স তৈরি করে ছিড়ে আগুন ধরিয়ে দেওয়ার কথা , রীতিমত বিজেপির এইছাত্র সংগঠনের ভাইরাল হওয়া পোস্ট ঘিরে হইচই পড়ে গেছে সারা বাংলা জুড়ে | সোনার বাংলায় দাঙ্গা বাঁধিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি এমনটাই দাবি করেছেন রাজ্যের সুচিন্তা ধারা সম্পূর্ণ মানুষ| অনেকে আবার এটা দাবি করেছে বিজেপি হচ্ছে এমন একটি দল যারা বরাবরই দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতা অর্জন করতে চাইছে, বিজেপি নেতৃত্বের লাগামছাড়া কথাবার্তা বাংলার মানুষকে অস্থির করে তুলেছে তাদের মিথ্যা এই খেলাবেশি দিনের নয় বাংলার মানুষ ঠিক সময়ে ঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে দাবি করা হয়েছে| প্রশ্ন হচ্ছে কিভাবে বিজেপি এত নোংরা রাজনীতি খেলতে চাইছে?কে বা কারা তাদের মদদ দিচ্ছে? উঠছে হাজার প্রশ্ন কিন্তু উত্তর কই