গঙ্গারামপুরে বিজেপির উপর হামলার প্রতিবাদে রবিবার মালদার গাজন ও রথবাড়ি মোরে জাতীয় সড়ক অবরোধ

মালদাঃ সন্দেশখালি ও গঙ্গারামপুরে বিজেপির উপর হামলার প্রতিবাদে রবিবার মালদার গাজন ও রথবাড়ি মোরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। এ দিল বেলা বারোটা নাগাদ গাজলের বিদ্রোহী মোড়ে মাওলা বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির কর্মী-সমর্থকেরা। পথ অবরোধের জেরে ওই রুটে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন যাত্রীরা। সেখানে আন্দোলনে নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি সঞ্জিত মিশ্র। বালা সাড়ে বারোটা পর্যন্ত অবরোধ চলে। এদিকে এক ইস্যুতে এদিন বেলা একটা নাগাদ মালদহের ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। বিজেপি জেলা পার্টি অফিস থেকে মিছিল করে এসে দলীয় কর্মী সমর্থক রা রথবাড়ি মোরে অবরোধের শামিল হয়। ও রথবাড়ি মোরে অবরোধের জেলা ৩৪ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন অসংখ্য যাত্রী। এই পথ অবরোধ আন্দোলনেও নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি সঞ্জিত মিশ্র থেকে শুরু করে জেলা নেতা অজয় গাঙ্গুলী, সুদীপ্ত মুখার্জী, তন্দ্রা পাল প্রমুখ। এদিকে রদ বাড়িতে পথ অবরোধের বেশ কিছুক্ষণ আগে সেখানে এসে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, এই রাজ্যের তৃণমূল নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করেছে। বিজেপি কর্মীদের উপরে তারা হামলা চালাচ্ছে। এমনকি পুলিশকে দিয়েও গোলমাল পাকানো হচ্ছে। বাংলার মানুষ এর জবাব দেবে।