ফের প্রকাশ্যে বি জে পির বর্ধমান জেলা কমিটির গোষ্ঠীদ্বন্দ্ব

নিজস্ব সংবাদদাতা: ফের প্রকাশ্যে বি জে পির বর্ধমান জেলা কমিটির গোষ্ঠীদ্বন্দ্ব।প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দীকে  সভাপতি করার দাবি জানিয়ে পোষ্টার পড়লো বর্ধমানের কোর্ট কম্পাউন্ড চত্বরে। এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

     

    বিজেপি জেলা কার্যকর্তাবৃন্দের নামে দেওয়া সন্দীপ নন্দীর ছবি দিয়ে লেখা হয়েছে, “দাদা,আমরা তোমাকেই বর্ধমান জেলা বিজেপির সভাপতি চাই৷” প্রসঙ্গত উল্লেখ্য যে,সন্দীপ নন্দী বর্তমানে বিজেপির রাজ্য কমিটির সদস্য।বর্তমান সভাপতি অভিজিৎ তা -এর আগে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা কমিটির সভাপতি হিসাবে ছিলেন সন্দীপ নন্দী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সন্দীপ নন্দীকে প্রার্থীও করে। স্বভাবতই তাকে আবার সাংগঠনিক জেলার সভাপতি করার দাবি নিয়ে পোস্টার পড়ায় জেলা রাজনীতিতে আলাদা মাত্রা যুক্ত হয়েছে। এদিন সকালে পথ চলতি বাসিন্দাদের এই পোস্টার চোখে পড়ে।

    যদিও সন্দীপ নন্দী এই বিষয়ে জানান, ‘‘যে বা যারা এই কাজ করেছে তারা কেউ বিজেপির কর্মী বলে মনে হয় না। আমি ৬ বছর বিজেপির জেলা সভাপতি হিসাবে ছিলাম।বর্তমানে রাজ্য কমিটির সদস্য।তাই বিজেপির গঠনতন্ত্র যারা জানে তারা এই কাজ করবে না।’’

     

    এদিকে পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা।পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, ‘‘এ আর নতুন কি? রাজ্যে সুকান্ত – দিলীপ-শুভেন্দুর লড়াই চলছে। জেলাতেও যে তার প্রতিফলন পড়বে এটাই স্বাভাবিক ছিল।সেটাই হচ্ছে।জেলা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট।গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জেলা অফিস ভাঙচুর থেকে গাড়িতে অগ্নিসংযোগ সবই হয়েছে,মানুষ তা দেখেছে।এই পোস্টার তারই অঙ্গ।’’

     

    যদিও তৃণমূলের দাবি অস্বীকার করে বিজেপির বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, ‘‘এটা বিরোধীদের চক্রান্ত। বিজেপির উত্থান দেখে ভয় পেয়ে এবং আগামী ১৩ ই সেপ্টেম্বর নবান্ন অভিযানকে ব্যর্থ করতে বিরোধী দল এই চক্রান্ত করছে।বিজেপিতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।’’