কান্দি তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারের বিরুদ্ধে ডেপুটেশন বিজেপির

কান্দি তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারের বিরুদ্ধে ডেপুটেশন বিজেপির

     

     

     

     

    নতুন গতি প্রতিবেদক : কান্দি মহকুমা শাসকের কাছে কান্দি শহর বিজেপির পক্ষ থেকে একটি লিখিত ডেপুটেশন দেওয়া হয়, ৬৮ কান্দি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকারের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টএর বালতি বিতরণ করা হয়েছে যার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ লিফলেট বিলি করা হয়েছে নির্বাচন বিধি লাগু হবার পরে মুখ্যমন্ত্রী ছবিযুক্ত লিফলেট ভোটারদের প্রভাবিত করতে পারে বলে বিজেপির মত পাশাপাশি বিজেপির আরো অভিযোগ কান্দি পৌরসভার অধীনে যে ময়ূরাক্ষী গেস্ট হাউস সেই গেস্টহাউস টিকে অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বানিয়ে রেখেছে এবং অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবার পরেও তার প্রশাসক পদ থেকে এখনো ইস্তফা দেননি বলে বড় একটি অভিযোগ রয়েছে বিজেপির।

     

    এই বিষয়ে অপূর্ব সরকার কে প্রশ্ন করা হলে অপূর্ব সরকার বলেন, বিজেপির নির্বাচন কমিশনের নির্বাচনের যে ম্যানুয়াল রয়েছে সেই ম্যানুয়াল ভালোভাবে পড়া উচিত ও অপূর্ব সরকার বিজেপিকে কটাক্ষের সুরে বলেন বিজেপির এধরনের কাজ দেখে মনে হচ্ছে বিজেপির মেন্টাল হসপিটালে যাওয়ার দরকার।