|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক:গড়বেতাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ চরমে। এদিন তার বহিঃপ্রকাশ হলো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনে। আজ এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। গড়বেতা বিধানসভার মন্ডল কার্যকর্তাদের নিয়ে বৈঠক ছিলো। সেই বৈঠকে পুরনো নেতাদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল বিজেপির নব্য নেতাদের বিরুদ্ধে। যা শেষ পর্যন্ত হাতাহাতির পর্যায়ে পৌঁছায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই। এনিয়ে গেরুয়া শিবিরের মধ্যে অস্বস্তি দেখা গিয়েছে।
সূত্রের খবর রাজ্য সভাপতির এই মিটিংয়ে গত বিধানসভা ভোটে গড়বেতার বিজেপি প্রার্থী প্রদীপ লম্ভাকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ না পেয়েও তিনি ও তাঁর সহযোগীরা ওই বৈঠকে যোগ দিতে আসেন। তখন বিজেপির জেলা সহ সভাপতি মদন রুইদাস, জেলা সাধারণ সম্পাদক রাজু কুন্ডুর লোকজন তাদেরকে বাধা দেয়। এই নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। এই উত্তাল পরিস্থিতিতে আসরে নামেন স্বয়ং দিলীপ বাবু। তিনি বলেন যারা আমন্ত্রিত তারা এই এই বৈঠকে যোগ দিতে পারবেন, অন্যরা নয়। এই নব্য পুরাতন দ্বন্দ নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। 2021 বিধানসভা ভোটের আগেই যদি বিজেপির এমন গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পায় তাহলে কিভাবে বিজেপি আগামী বিধানসভায় জয়লাভ করবে।