|
---|
খান আরশাদ, বীরভূম:
আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদে সোমবার রাজনগরের বিডিওকে ডেপুটেশন দিল বিজেপি। সম্প্রতি আবাস যোজনা প্রকল্পে যাদের নাম এসেছে, তাদের অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে অনেক গরিব মানুষ বঞ্চিত হয়েছেন। এ রকমই অভিযোগ তুলে রাজনগরে বিজেপি নেতাকর্মীরা মিছিল করে রাজনগর বিডিও অফিসের সামনে উপস্থিত হন এবং রাজনগরের বিডিওকে একটি স্মারক লিপি প্রদান করেন।
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাজনগরের ট্যাক্সি স্ট্যান্ড থেকে বিজেপি নেতাকর্মীরা মিছিল করে রাজনগর বিডিও অফিসের গেটের কাছে উপস্থিত হন। জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন আবাস যোজনা নামে দুর্নীতি করা হচ্ছে আমরা বিডিও সাহেবকে আবেদন জানাতে এসেছি, যাদের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ গেছে সেসব উপযুক্ত মানুষদের যেন বাড়ি দেওয়া হয়।
আর যদি বাড়ি না দেন , তাহলে আমরা আপনাকে শান্তিতে বসতে দেব না। এরকম ভাবেই রাজনগরের বিডিওকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা।
প্রথম থেকেই রাজনগর থানার পক্ষ থেকে সেখানে পুলিশ বাহিনী নিরাপত্তার জন্য মোতায়েন ছিল।
উপস্থিত বিজেপি নেতাকর্মীরা গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা অনুপ গড়াই , বুবুন দে, বংশীধর মালি, সুমিত দত্ত সহ অন্যান্যরা রাজনগরের বিডিওকে ডেপুটেশন দেন।
রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানান তাদের পক্ষ থেকে বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং বিডিও তাদের আশ্বাস দিয়েছেন।