বি এল এ প্রশিক্ষণ শিবির কেশপুরে

নিজস্ব সংবাদদাতা:  পঞ্চায়েত নির্বাচন আসন্ন। পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম সংযোজন বিয়োজন ও সংশোধনের কাজ শুরু হয়েছে 9ই নভেম্বর। চলবে আগামী ৮ই ডিসেম্বর পর্যন্ত। ভোটার তালিকা ফাইনাল প্রকাশিত হবে ২০২৩ সালের ৫ই জানুয়ারি। শনিবার রবিবার ভোটার তালিকায় নাম তোলা সংযোজন বিয়োজনের বিশেষ শিবির হয়। কেশপুর ব্লকের মোট বুথের সংখ্যা ২৭৭টি ।

    বুথে বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বি এল ও রা ভোটার তালিকার কাজ করেন। ভোটার তালিকায় কাজের সহযোগিতা করেন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট। সোমবার কেশপুরের ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লকের সমস্ত বুথের বি এল এ দের নিয়ে মিটিং অনুষ্ঠিত হলো। বি এল এ দের কীভাবে বি এল ও দের সাথে কাজের সহযোগিতা করতে হবে বা ভোটার তালিকায় কাজ কিভাবে হবে তার প্রশিক্ষণ দেন। উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদুত পাঞ্জা সহ অন্যান্য নেতৃত্বরা