|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: দার্জিলিং এর পরিচিতি রয়েছে ভয়ঙ্কর সুন্দর বলে। রাতের বেলা পাহাড়ের নিস্তব্ধতা নির্জনতা মানুষকে আকর্ষণ করে। এই পরিবেশকে ভয় পেলেও বারে বারে পর্যটকরা ছুটে যায় দার্জিলিঙে। দক্ষিণবঙ্গের লোকেদের কাছে দার্জিলিং প্রচন্ড রূপে জনপ্রিয় । বছরের বেশিরভাগ সময় গ্রীষ্মের প্রখর সহ্য করতে করতে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। আর ক্লান্তিকে কাটাতে ছুটে যান শৈলশহর দার্জিলিং এ।
দার্জিলিঙের অরণ্যে বহু বিরল প্রজাতির প্রাণী আছে। তবে আগের মতন পরিবেশ নিয়ে শৈলশহর দার্জিলিং এ, পাহাড় কেটে কেটে রাস্তাঘাট বাড়ি হোটেল নির্মাণ হচ্ছে। সে কারণে অরন্যের ঘনত্ব অনেকটাই কমে গেছে , তাই অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে।
এরকমই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি শৈলশহর দার্জিলিং এর জনবহুল এলাকায়। খাবারের সন্ধান করতে করতে একটি হিমালায়ান ব্ল্যাক বিয়ার দার্জিলিংয়ের জনবহুল এলাকার একটি মন্দিরে প্রবেশ করে। অবশ্য সময় তখন ছিল রাত, রাস্তাঘাট জনমানবহীন ছিল তাই কেউ কিছু বুঝতে পারেনি। পরদিন মন্দিরের পূজারী মন্দিরে পুজো দিতে এসে দেখে ফল মিষ্টি ঘি কিছুই নেই। তখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্তম্ভিত হয়ে যান সবাই। সিসি টিভি ফুটেজে দেখা মেলে একটি হিমালয়ান ব্ল্যাক বেয়ার রাতের অন্ধকারে মন্দিরের প্রবেশ করে ফল ঘি মধু খাচ্ছে । এরপর সাথে সাথে ঐ মন্দির কর্তৃপক্ষ দার্জিলিং বন বিভাগকে বিষয়টি জানান। দার্জিলিং বন বিভাগ থেকে আশ্বস্ত করা হয়েছে ওই ব্ল্যাক বেয়ারের এর খোঁজ করা হচ্ছে। খোঁজ পাওয়া গেলে দ্রুত ধরে আবার অরণ্যে ছেড়ে দেওয়া হবে।