আঠাশ তম কালাদিবস পালিত হল অলবেঙ্গল মাইনোরিটি এ্যাসোসিয়েশন হুগলি জেলার বিভিন্ন প্রান্তে

ইউশা আব্বাসী, নতুন গতি, হুগলি: আটাশতম কালাদিবস পালন করল অলবেঙ্গল মাইনোরিটি এ্যাসোসিয়েশন জেলার বিভিন্ন প্রান্তে। এদিন হুগলির বৈদ্যবাটি ভাই ভাই সংঘের উদ্যোগে দিনটি পালন করে বুকে কালো ব্যাজ পরে। অলবেঙ্গল মাইনোরিটি এ্যাসোসিয়শনের সভাপতি আবু আফজাল জিন্না এদিনে উপস্থিত হয়ে বলেন,আমরা ভারতের শান্তি কামি মানুষ কখনই দাঙ্গাঅশান্তি হোক চাইনা। গণতান্ত্রিক দেশে সব ধর্মের মানুষ সংবিধান সম্মত বসবাস করবে। বাবরি মসজিদ যেভাবে করসেবক রা ভেঙ্গে ছিল সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা তার পুনরাবৃত্তি ঘটুক চাইনা পাশাপাশি সর্বচ্চ আদালত বাবরি রায় টা পুনর্বিবেচনা করুক। তা সচ্ছ ভাবে হোক। ধর্মিয় মেরুকরন কখনই কাম্য নয়। দেশবাসী শান্তির সাথে বসবাস করুক সেই লক্ষে দোয়া চেয়ে সমাপ্ত করা হয়।