নিরন্ন শ্রমিকদের ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারি সুরাটে, অভিযোগের তীর প্রশাসনের দিকে।

সঞ্জয় মুখোপাধ্যায় কলকাতা

    সংবাদ সৌজন্যে: বার্তা সাম্প্রতিক
    http://bartasamprotik.blogspot.com/

    নিরন্ন পরিযায়ী শ্রমিকদের ট্রেনের টিকিট নিয়ে মুনাফা লুটেরা কালোবাজারি তে সক্রিয় হয়ে উঠেছে । এমন ঘটনা ঘটেছে গুজরাটে।

    সুরাট থেকে ট্রেনে ফেরার জন্য টিকিট কিনতে চড়া দাম দিতে হচ্ছে শ্রমিকদের।অভিযোগ, ৬৩০ টাকার টিকিট কিনতে হয়েছে কাউকে ৭৫০ টাকায়, কারুর কাছ থেকে নেওয়া হচ্ছে ৮০০ টাকা।

    টিকিট কেনার জন্য স্থানীয় কিছু লোকজন আসছে যাদেরকে শ্রমিকদের মিডলম্যান বলে মনে হচ্ছে। তারা কেউ রেল কর্মচারী নয় বা জেলা প্রশাসনের কোনো কর্মী নন। নিয়মমতো রেল কোম্পানির কাছ থেকে জেলা প্রশাসন টিকেট কাটছে। জেলা প্রশাসন শ্রমিকদের কাছ থেকে টাকা নিচ্ছে। এই অভিযোগের প্রত্যুত্তরে রেল জানিয়েছে, এর দায় স্থানীয় সুরাট জেলা প্রশাসনের। কারণ তারা ভর্তুকি মূল্যে প্রতিটা টিকিট ইস্যু করেছে। সুরাট প্রশাসন তাদের কাছ থেকে টিকিট কেটেছ। সুরাট প্রশাসনের দায়িত্ব টিকিট শ্রমিকদের দেওয়া। তারা বিনামূল্যে দেবে না অতিরিক্ত মূল্য নিয়ে দেবে সেটা জন্য রেল দায়ী নয়।