১৫০ জন বয়স্ক গ্রামবাসীকে শীতের কম্বল বিতরণ কাকনান গ্রামের দুটি কম্বল বিতরণ শিবিরে

রাধা বল্লভ পুর, খানা কুল, হুগলি : ৯ই ডিসেম্বর বৃহষ্পতি বার খানা কুলের রাধা বল্লভ পুর এবং কাক নান গ্রামে দুইটি কম্বল বিতরণ শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা কলকাতার সন্তোষ পুরের আরোগ্য সন্ধান,, স্থানীয় আয়োজক রাধা বল্লভ পুরে র,, শাশ্বত সু চেতনা গ্রামীণ পাঠাগার ।

    দুইটি শিবিরে মোট ১৫০ জন বয়স্ক গ্রামবাসীকে শীতের কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আরোগ্য সন্ধানের সুখেন্দু বিশ্বাস, শাশ্বত সরকার, এবং পাঠাগারের পক্ষে সম্পাদক নাজিম উদ্দিন হাজারী , মানিক পণ্ডিত সহ অনেকে।