|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বক্সিরহাট থানার উদ্যোগে দুস্থদের কম্বল বিতরণ করা হলো। রবিবার বক্সিরহাট থানায় এর সূচনা করেন জেলা পুলিশ সুপার কে কান্নান। পুলিশ সূত্রে জানা গিয়েছে থানা সংলগ্ন এলাকায় ৫০জন দুস্থকে এদিন দুপুরে খাওয়ানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জের এসডিপিও জ্যাম ইয়াং জিম্বা, বক্সিরহাট থানার ওসি অ্যান্থনি হরো প্রমুখ।