শীতের রাত্রে রাজনগর থানার তরফে দুস্থ আদিবাসীদের কম্বল বিতরণ

খান আরশাদ, বীরভূম: বীরভূমের রাজনগর থানার তরফে রাজনগরের দুস্থ আদিবাসীদের কম্বল বিতরণ করা হল। এই শীতের রাত্রে মানবিক মুখ দেখা গেল রাজনগর থানার পুলিশের। রাজনগরের গাঙমুড়ি-জয়পুর অঞ্চলের ঢাকা আদিবাসী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হল রাজনগর থানার পক্ষ থেকে।

    শীতের রাত্রে প্রায় ৭০টি আদিবাসী পরিবারের হাতে এই কম্বল গুলি তুলে দিলেন সার্কেল ইন্সপেক্টর চন্দ্রপুর পীযূষ কান্তি লায়েক, রাজনগর থানার OC প্রসেনজিৎ দত্ত, ASI আশীষ কুমার রায়, ASI স্বপন মাল, গ্রামীণ পুলিশ বরেন সৌ মন্ডল, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলদেব বাস্কি ও রাজনগর থানার অন্যান্য পুলিশকর্মীরা। কনকনে শীতের রাত্রে আদিবাসী ওইসব আদিবাসী মানুষেরা কম্বল পেয়ে আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করেছেন রাজনগর থানার পুলিশের। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।