|
---|
ময়নাগুড়ি, ১৩ ফেব্রুয়ারি : সরস্বতী পূজায় এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে মন ভার পুজো কমিটি গুলির। কিন্তূ মনের সেই বাসনা পূরণ করতে অপারগ ছিল পূজা কমিটি। ময়নাগুড়ির আনন্দ নগরের ৫ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা মিলে ফ্রেন্ডস ইউনিট পূজার আয়োজন করেন। কিন্তূ সেইদিন অনুষ্ঠান করতে পারেননি। তাই রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করেন তারা।
এদিন প্রায় ১৫০জন দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করেন এমনকি তাদেরকে বসিয়ে প্রসাদও খাওয়ানো হয়। এছাড়াও এদিন প্রায় হাজার জন মানুষকে প্রসাদ বিতরণ করেন। সরস্বতী পূজাকে কেন্দ্র করে সেই ধরণের সমাজসেবা মূলক কাজকে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়ির বিশিষ্টরা।
এদিনের এই সমাজ সেবা মূলক কাজের পাশাপাশি সন্ধ্যায় এলাকার ছোট বড় লুক্কাইত প্রতিভাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান ক্লাব সদস্যরা।