কেদারনাথ ধামে তুষারঝড়,এলাকায় বিশেষ সতর্কতা জারি

নিজস্ব সংবাদদাতা : কেদারনাথ ধামে তুষারঝড়, ২০১৩ সালের ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিল। তবে সৌভাগ্যবশত কোন ক্ষয়ক্ষতি হয়নি, প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।

    কেদারনাথ ধামের 5 কিলোমিটার পেছনে উচ্চতায় রয়েছে চৈরিবরি হিমবাহ, বৃহস্পতিবার সন্ধ্যায় এই হিমবাহ থেকে তুষারের ঢেউ কেদারনাথ ধামের দিকে নামতে থাকে। ভয়াবহ এই দৃশ্য অনেকেই মোবাইলে ক্যামেরা বন্দি করেন। উপস্থিত পর্যটকরা রীতিমত ভয় পেয়ে যান, অনেকেই আশঙ্কা প্রকাশ করতে থাকেন তুষার ঢেউ গ্রাস করবে গোটা এলাকাকে। তবে সৌভাগ্যবশত সেরকম কোন দুর্ঘটনা ঘটেনি। গোটা এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।