|
---|
অতনু ঘোষ,মেমারিঃ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সজাগ হয়ে ওঠে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের সাক্ষাৎ সংগঠনগুলিও। শহরের পাশাপাশি গ্রামেও দিনের পর দিন সংখ্যা বাড়লেও সচেতনতায় অল্প হলেও খামতি রয়েছে। গ্রামেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাস্কহীন গ্রামবাসীরা। এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের হেতমপুর গ্রামে 1 নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল এর পক্ষ থেকে গ্রামবাসীদের মাস্ক ও বেশকিছু গাছের চারা বিতরণ করা হলো এবং সাধারণ মানুষকে করোনা সংক্রান্ত বিষয়ে সচেতন করা হলো। এদিন উপস্থিত ছিলেন মেমোরি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এ সভাপতি মীর পারভেজ উদ্দিন, সহ-সভাপতি শেখ ইকরাম, দেবীপুর অঞ্চল তৃনমূল সংখ্যালঘু সভাপতি নুর ইসলাম, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা হেতমপুর গ্রামের সদস্য আনন্দ ক্ষেত্রপাল, সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা ও সাধারণ গ্রামবাসীরা। আমাদের প্রতিনিধির সাথে মুখোমুখি হয়ে মীর পারভেজ উদ্দিন বলেন যে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জির সহযোগিতায় বেশকিছু মাস্ক ও চারা গাছ গ্রামের মানুষের মধ্যে বিতরণ করে গ্রামের মানুষকে সচেতনতা আর বার্তা দিলেন এবং সুন্দর সামাজিক পরিবেশ গঠন করার প্রয়াস এর জন্যই আজকের এই কর্মসূচি। আজকের এই সমাজ সচেতনতার সামাজিক কর্মসূচি কে সাধুবাদ জানিয়েছে হেতমপুর গ্রামবাসী বৃন্দ।